এস এস সি (২০১৪-২০১৮) পরীক্ষায় উত্তীর্ণদের জন্য সুখবর ।
সম্ভাবনাময় পেশা মেডিকেল টেকনোলজী , আজই আবেদন করুন ।
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) |
এসএসসি/সমমান (২০১৪-২০১৮ ইং সালে)বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ জিপিএ ২.৫০ পাওয়া সাপেক্ষে যে কোনও ছাত্র-ছাত্রী সম্ভাবনার এ পেশা গ্রহণ করতে পারে (জীববিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে) । SMS এ আবেদনের শেষ তারিখ ১২/০৭/২০১৮ ইং তারিখ এবং পরীক্ষার ০৩/০৮/২০১৮ ইং তারিখ ।
ক্যারিয়ার
প্ল্যানিং বা পেশা পরিকল্পনা ও নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ক্যারিয়ারে সফল
হতে হলে তাই উচ্চশিক্ষায় বেছে নিতে হবে এমন একটি বিষয় যাতে শিক্ষাব্যয় কম হবে এবং পড়ালেখা শেষে বেকার বসে থাকতে হবে না। বর্তমান সময়ে তেমনি একটি সম্ভাবনাময় পেশা
মেডিকেল টেকনোলজি।এসএসসি পাস করার পর তিন বছরমেয়াদী মেডিকেল টেকনোলজি প্রযুক্তি
বিদ্যা শিক্ষাকোর্স গ্রহণ শেষে ১৮/২০ বছর বয়সেই মর্যাদাপূর্ণ সেবাধর্মী সম্ভাবনাময়
পেশায় যুক্ত হতে পারেন, চিকিৎসা সেবায় পেশা অন্য যেকোনো পেশার
চেয়ে অধিক সম্মানজনক।বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ে পরীক্ষাগার সমূহে নির্ভরশীলতার প্রতীক
হিসেবে নেপথ্যে যারা কাজ করেন, তারা
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)। সরকারি
পরিচালনাধীন ঢাকা, জশাহী, বগুড়ার, চট্টগ্রাম, রংপুর, বরিশাল,
ঝিনাইদহ, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, জামালপুর এবং সিলেটে মনোরম পরিবেশে এগারটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে
ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন
করতে প্রতি একজন গ্রাজুয়েট চিকিৎসকের বিপরীতে পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন
হয়। সে মোতাবেক বাংলাদেশে ২ লাখ মেডিকেল টেকনোলজিস্ট বর্তমানে প্রয়োজন। ব্যাপক চাহিদার প্রেক্ষাপটে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি দ্রুত পদক্ষেপ হিসেবে
বেসরকারিভাবে ৫০ টির বেশি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অনুমতি প্রদান
করেছে।বেসরকারি ইনস্টিটিউটর এর মাঝে সব চেয়ে বড় ক্যাম্পাস , সাভারের
পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রের (সিআরপি) নিয়ন্ত্রণাধীন ‘ বাংলাদেশ
হেলথ প্রফেশনইনস্টিটিউটের (বিএইচপিআই)’ তার মধ্যে একটি । যেখানে আধুনিক সব সুযোগ সুবিধা আছে ।বিস্তারিত জানতে - http://www.crp-bangladesh.org/
বাংলাদেশ হেলথ প্রফেশনইনস্টিটিউটের (বিএইচপিআই) |
বাংলাদেশ হেলথ প্রফেশনইনস্টিটিউটের (বিএইচপিআই) |
· এসএসসি/সমমান(২০১৪-২০১৮ইং সালে)বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ জিপিএ ২.৫০ পাওয়া সাপেক্ষে যে কোনও ছাত্র-ছাত্রী
সম্ভাবনার এ পেশা গ্রহণ করতে পারে।যারা রক্ত, বডি ফুইড, ব্যাক্টেরিয়া , ভাইরাস, বীর্য ইত্যাদি বিষয় নিয়ে পরীক্ষা করেন তারা মেডিকেল টেকনোলজিস্ট প্যাথলজি
(ল্যাব মেডিসিন), যারা এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি সংশ্লিষ্ট পরীক্ষার সঙ্গে
জড়িত তারা মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি,
ফিজিওথেরাপীষ্টগণ একজন ফিজিওথেরাপী
চিকিৎসকের আওতায় বাত, ব্যথা,
প্যারালাইসিস, বিভিন্ন ধরণের চিকিৎসা দিয়ে থাকেন,
এবং যারা হাসপাতালে রোগীদের ঔষধ দেওয়া, ঔষধের মান নিয়ন্ত্রণ করে থাকেন তাদেরকে ফার্মাসিষ্ট বলা হয়।
বিএইচপিআই তে বর্তমানে ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সসমূহ হলো :
১।
ডিপ্লোমা ইন ল্যাব মেডিসিন
২।
ডিপ্লোমা ইন রেডিওলজি
৩।
ডিপ্লোমা ইন ফিজিওথেরাপী
৪।
ডিপ্লোমা ইন অকুপেশনাল থেরাপি
Online আবেদন পদ্ধতি :
SMS আবেদন করার শেষ তারিখ ০৫/০৭/২০১৮ ইং তারিখ
রাত ১১-৫৯ মি : । এসএসসি/সমমান
(২০১৪-২০১৮ ইং সালের
মধ্যে পাশ করা ) বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ জিপিএ ২.৫০ পাওয়া সাপেক্ষে যে কোনও
ছাত্র-ছাত্রী সম্ভাবনার এ পেশা গ্রহণ করতে পারে।(জীববিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে
হবে) ।
********২০১৮-২০১৯
শিক্ষাবর্ষে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS)
ও
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (IHT) ছাত্র-ছাত্রী
ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ ০৫/০৭/২০১৮ ইং তারিখ
পর্যন্ত এবং পরীক্ষার তারিখ ০৩/০৮/২০১৮ ইং।
Online এ আবেদন করতে নিচের লিংক এ ক্লিক করুন-
***বি:দ্র::- প্রকাশ থাকে যে সরকারী/বেসরকারী ইনষ্টিটিউটে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীর জন্য
এই পরীক্ষা বাধ্যতামুলক।(স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়)
**** ডিপ্লোমা কোর্স গুলি স্টেট মেডিকেল
ফ্যাকাল্টি অব বাংলাদেশ (রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বাংলাদেশ) অধীনে স্বাস্থ্য
অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে পরিচালিত হচ্ছে ।
স্বাস্থ্য অধিদপ্তরের এই ভর্তি বিজ্ঞপ্তিটির নিতিমালা ছাড়া বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের অন্য কোথাও ভর্তি না হওয়ার অনুরোধ করা যাচ্ছে এবং বেসরকারী ইনষ্টিটিউটে ভর্তি হওয়ার আগে সেই ইনষ্টিটিউট স্বাস্থ্য অধিদপ্তরের ও স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ (রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ)এর অনুমদিত কিনা নিশ্চিৎ হয়ে ভর্তি হওয়ার অনুরোধ করা যাচ্ছে
⤇ একজন
মেডিকেল টেকনোলজিস্ট প্রাথমিক চাকরি ক্ষেত্রে সরকারিভাবে বিসিএস কর্মকর্তা থেকে ২
গ্রেড নিচের বেতনভাতাদি প্রাপ্ত হন। বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বাধ্যতামূলক।
ডিপ্লোমা প্রাপ্তগণ তাদের মেধা, যোগ্যতা ও
দক্ষতার সন্নিবেশ ঘটিয়ে উচ্চতর শিক্ষা যেমন বিএসসি ইন মেডিকেল টেকনোলজি গ্রহণ করতে
পারে। এক্ষেত্রেও সরকারি, বেসরকারি পর্যায়ে সুযোগ রয়েছে। দেশের বাইরেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোয় মেডিকেল টেকনোলজিস্টদের
কাজের সুযোগ আছে এবং বাংলাদেশের অনেক বড় বড় ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল কাজ
করছে ।
বিস্তারিত
জানতে বা যে
কোন তথ্যের জন্য ডায়াল করুন - ০১৬১৩০৭০০০৭
সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ড. ভেলরি এ. টেইলর |
No comments